Mis mejores deseos para el equipo de cricket de Bangladesh mientras se embarca en su viaje a la Copa Mundial ICC 2023. ¡Deja que el espíritu de los campeones te guíe hacia la victoria! 🇦🇷🇧🇩🏏
BD Cricket Update
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Cricket Update, Cricket Ground, .
Operating as usual
সাকিব আল হাসান বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করতে চান!!
এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট আব্দুর রাজ্জাকের।।
এশিয়া কাপের সূচি।।
আলহামদুলিল্লাহ
অবসর ভেঙে তামিম আবারও ক্রিকেটে ফিরছেন।।
off topic
পড়ন্ত বিকেল
টেস্ট ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ 🇧🇩CONGRATULATIONS🇧🇩
দ্বিতীয় বাংলাদেশী হিসাবে টেস্ট ম্যাচের দুই ইনিংসে শতকের অসাধারণ কৃতিত্ব অর্জন করলেন শান্ত ।
অভিনন্দন শান্ত ।।
পপ্রথম বাংলাদেশী হিসেবে এই অসাধারণ কৃতিত্বটি অর্জন করেছিলেন মুমিনুল হক।।
টসে জিতে বাংলাদেশের ব্যাটিংয়ের সিদ্ধান্ত।।
আগামীকাল বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের সম্ভাব্য একাদশ:
১.তামিম ইকবাল
২.লিটন কুমার দাস
৩.নাজমুল হোসেন শান্ত
৪.সাকিব আল হাসান
৫.মুশফিকুর রহিম
৬.মাহমুদউল্লাহ রিয়াদ
৭.আফিফ হোসেন ধ্রুব
৮.তাইজুল ইসলাম
৯.তাসকিন আহমেদ
১০.মুস্তাফিজুর রহমান
১১.হাসান মাহমুদ
আপনার কাছে কি একটাকেই সেরা একদশ মনে হয়?কোন পরিবর্তন কি চান?কমেন্টে জানান।।
ধন্যবাদ।।
অভিনন্দন মিরাজ
Had bit of fun with Jofra Archer and Adil Rashid
Cherry always puts a smile on my face! ❤️
আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ১ম ওডিআই ম্যাচ।। শুভকামনা বাংলাদেশ দলের জন্য।।
আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা।।
২য় মেয়াদে টেস্ট এবং ওয়ানডে দলের প্রধান কোচ হিসেবে হাতুরে সিং।।
KKR❤️❤️
ভারত ইনিংস ঘোষণা করবে, বোঝা যাচ্ছিল সেটি। প্রশ্ন ছিল, সে ঘোষণা আসবে কখন। শুবমান গিল সেঞ্চুরি পেয়েছিলেন আগেই, অপেক্ষা ছিল চেতেশ্বর পূজারার সেঞ্চুরির। সেটি হয়ে যাওয়ার পরই ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত, ততক্ষণে অবশ্য শেষ ঘণ্টার খেলা শুরু হয়ে গেছে।
৫১৩ রানের প্রায় অসম্ভব লক্ষ্যের সামনে দাঁড়িয়ে দিন শেষে বাংলাদেশের প্রাপ্তি দুই ওপেনার নাজমুল হোসেন ও জাকির হাসানের ইতিবাচক ব্যাটিং। ১২ ওভারে ৪২ রান তুলে অবিচ্ছিন্ন তাঁরা। নাজমুল অপরাজিত ২৫ রানে, জাকিরের রান ১৭। দুজনই মেরেছেন তিনটি করে চার। তাতে অবশ্য এ টেস্টে বাংলাদেশের অবস্থানটা খুব একটা দৃঢ় হচ্ছে না।
নিজেদের ইতিহাসের ২১৫ রানের বেশি তাড়া করে কখনোই টেস্ট জেতেনি বাংলাদেশ। ড্র করা ম্যাচে চতুর্থ ইনিংসে তারা সর্বোচ্চ ব্যাটিং করেছে ১৪২ ওভার। এ টেস্ট বাঁচাতে বাংলাদেশকে এখনো খেলতে হবে অন্তত ১৮০ ওভার। আর জিততে হলে প্রয়োজন এখনো ৪৭২ রান।
69/6 to 271/7
Thank you so much Mahmudullah Riad & Mehedi Hasan Miraz.
Miraz!you beauty❤️❤️