Cricket Memories

Cricket Memories

Prepared to present cricket memories to all cricket loving friends. Follow the page.

Operating as usual

23/04/2023

আপনি কি জানেন ❓

গতকাল মুম্বাইয়ের বিরুদ্ধে 'অর্ষদীপ সিং' পরপর যে উইকেট দুটি ভেঙেছিল, ওই LED উইকেট গুলোর এক একটার দাম প্রায় ২৪ লক্ষ টাকা! 😳

অর্থাৎ দুটি স্ট্যাম্পের দাম প্রায়- ৪৮ লক্ষ টাকা। 😃

BCCI be like - Phir aisa wicket mat todo yrr!!
😃😁

18/04/2023

প্রতিপক্ষ ব্যাটারকে আউট করে বিরাট কোহলির এমন আক্রমণাত্মক ও অখেলোয়াড়সুলভ উদযাপন যেন খুবই সাধারণ বিষয়ে পরিনত হয়েগেছে, তাঁর এমন উদযাপনের কারনে ইতিপূর্বেও অনেক সমালোচনা ও জরিমানাও গুনতে হয়েছে।

18/04/2023

আরসিবির জার্সিতে গেইল-এবির তাণ্ডব দেখেছি এককালে, এখন ফাফ-ম্যাক্সির তাণ্ডব দেখছি! ❤️🔥

দুঃখের বিষয় এটাই, কোহলি-ডু প্লেসি-ম্যাক্সওয়েল বাদে এই ব্যাঙ্গালোর দলে ম্যাচ ফিনিশ করার লোকের বড্ড অভাব! 🙂

12/04/2023

ভারতের জার্সিতে 'সুপারম্যান' ঋদ্ধিকে দেখেছিলাম। এবার দিল্লি ক্যাপিটালসের জার্সিতে 'সুপারম্যান' অভিষেককে দেখলাম ❤️
দুই বাঙালি ক্রিকেটার, দু'জনেই উইকেটের পেছনে দুর্দান্ত। বাংলার ক্রিকেট আর কিছু দিক না দিক, বিগত পনেরো বছরে দারুণ কিছু উইকেট-কিপার দিয়েছে ❤️

12/04/2023

বোলিং অলরাউন্ডার হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন অক্ষর প্যাটেল। এখনও ভারতের হয়ে ব্যাটিং করতে আসেন সাত/আট/নয় নম্বরে। কিন্তু বর্তমানে তার টেকনিক, তার অ্যাপ্রোচ, তার টেম্পারমেন্ট একজন প্রকৃত ব্যাটারের থেকে কোনও অংশে কম বলে মনে হয় না! হোয়াট অ্যান ইম্প্রুভমেন্ট অক্ষর ❤️
এখনও সময় আছে ভারতীয় ম্যানেজমেন্টের কাছে। বিশ্বকাপের কথা মাথায় রেখে মিডল অর্ডারে একজন বাঁ-হাতি ব্যাটার হিসেবে অক্ষরকে তৈরি করা যেতে পারে। তবে একটা-দুটো ম্যাচে জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখা হল, এমনটা নয়! খেলাতে চাইলে নিয়মিত মিডল অর্ডারে খেলাতে হবে। আমার মতে, এটা খুব একটা খারাপ অপশন কিন্তু হবে না 😊

12/04/2023

ডান-হাতি ব্যাটার ডেভিড ওয়ার্নার! 😌❤️
একে তো ফ্রি-হিট বল ছিল, তার উপর অফস্পিনার ঋত্বিক শকিন রাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন। সুতরাং হাতবদল করেই ফেললেন ওয়ার্নার! যদিও সেই বলটা মাঠের বাইরে পাঠাতে পারেননি তিনি! 😅

12/04/2023

ওয়েল প্লেয়ড ক্যাপ্টেন, ফর্মের ফেরার খুবই দরকার ছিল 😄❤️

12/04/2023

টি-টোয়েন্টি ক্রিকেটে 'ড্রিম ডেবিউ' বলতে আপনি কী বোঝেন? একটা হাফসেঞ্চুরি! একটা পাঁচ-উইকেট-হল! একটা ম্যাচ-জেতানো ইনিংস! তাই তো? আজ এমন একজন ক্রিকেটারের কথা বলব, যিনি উপরের এই ক্রাইটেরিয়াগুলো হয়তো পূরণ করতে পারেননি, কিন্তু আইপিএলে তার আগমন ছিল ঠিক স্বপ্নের মতোই! ❤️

কেভন কুপারকে মনে আছে? রাজস্থান রয়্যালসের সেই বোলিং অলরাউন্ডার, যিনি 2012 থেকে 2014 পর্যন্ত বেশ কয়েকটা ম্যাচ খেলেছিলেন আইপিএলের মঞ্চে। আইপিএল ইতিহাসের বিদেশি ক্রিকেটারদের মধ্যে যারা কখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, তাদের মধ্যে কেভন কুপারই শ্রেষ্ঠ। 2012 সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে তার ডেবিউ হয়েছিল। সেই ম্যাচে তার যা যা অবদান ছিল, সেগুলো পয়েন্ট করে লিখলাম -

🔵 ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা মেরেছিলেন! দ্বিতীয় বলে চার! ডেবিউ ম্যাচেই 3 বলে 11 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
🔵 বল করতে নেমে প্রথম ওভারেই উইকেট তুলেছিলেন।
🔵 সেই ম্যাচে তিনি মোট চারটে উইকেট তুলেছিলেন। ডেবিউতেই তার বোলিং ফিগার ছিল 4-0-26-4.
🔵 দু'টো গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছিলেন।
🔵 বাউন্ডারি লাইনের ধার থেকে কিপারের উদ্দেশে থ্রো করে একটা রান আউটও করেছিলেন।

এবার বলুন, ড্রিম ডেবিউ-এর চেয়ে কম কী? তিন বছরের আইপিএল কেরিয়ারে মোট 25 টা ম্যাচ খেলে তুলেছেন 33 টা উইকেট। ব্যাট হাতে বেশি সুযোগ না এলেও তার স্ট্রাইক রেট ছিল 170.59! আইপিএলে তখনও রাসেল ঝড় শুরু হয়নি, কিন্তু মাঝেমধ্যেই ব্যাটে-বলে কুপার ঝড় দেখা যেত! 2013 চ্যাম্পিয়নস লিগ T20-তেও বেশ ভাল পারফর্ম করেছিলেন বল হাতে।

তবে দুর্ভাগ্যবশত তার কোনওদিন আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে ওঠেনি! ওয়েস্ট ইন্ডিজের 'এ' দলের হয়ে ম্যাচ খেলেছেন বটে, কিন্তু জাতীয় দলে সুযোগ আসেনি! তার বোলিং অ্যাকশনের জন্য বেশ কয়েকবার ব্যান করা হয়েছিল তাকে। এবং সেটাই তার জাতীয় দলে ঢোকার পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল! জোফ্রা আর্চারকে দেখলেই আমার এই কেভন কুপারের কথা মনে পড়ে যায়! জোফ্রাও ঠিক এভাবেই রাজস্থানের জার্সি গায়ে আইপিএলের মঞ্চ আলোকিত করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেছিলেন। আজ জোফ্রা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বোলার। কুপারও অনেক বড় মাপের ক্রিকেটার হয়ে উঠতে পারতেন, নিজের দোষেই সুযোগ হারালেন! 😅

12/04/2023

আজ আইপিএলে ডেবিউ করছেন ভারতের অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী (2022) অধিনায়ক ইয়াশ ধুল ❤️

ছেলেটার মধ্যে দারুণ প্রতিভা র‍য়েছে। T20 ক্রিকেটে তার ব্যাটিং গড় 70-এর উপরে! গুড লাক ম্যান, ফাটিয়ে খেলো 😊

(আজ মুস্তাফিজুর রহমানও খেলছেন দিল্লির হয়ে)

10/04/2023

115 মিটার ছক্কা হাঁকালেন ফাফ ডু প্লেসিস 🔥
আইপিএল 2023 এর সর্বোচ্চ 🔥

10/04/2023

🟣 9 এপ্রিল, 2018 - কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের সঙ্গে তোলা ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার বানিয়েছিলেন রিঙ্কু সিং। ঠিক তার আগের দিন আইপিএলে ডেবিউ হয়েছিল তার, সেদিনই ছবিটা তুলেছিলেন।
🟣 9 এপ্রিল, 2023 - রিঙ্কুর অবিস্মরণীয় ম্যাচ জেতানো ইনিংসের পর শাহরুখ খানের সিনেমার পোস্টারে এডিট করে বসানো হয়েছে রিঙ্কুর মুখ, এবং সেই ছবি ট্যুইট করেছেন স্বয়ং শাহরুখ খান!
ঠিক পাঁচটা বছর! ঠিক পাঁচটা বছর কেটে গেছে! সেদিনের সেই 'ফ্যানবয়'-এর ফ্যান আজ খোদ শাহরুখ খান! 😄❤️

10/04/2023

শিখর ধাওয়ান - 99(66)* ❤️🔥
অসাধারণ, অসাধারণ! ওয়ান ম্যান আর্মি! পাঞ্জাব কিংস 20 ওভারে করেছে 143-9, এবং ধাওয়ান একাই করলেন নিরানব্বই! জাস্ট একটুর জন্য হল না সেঞ্চুরি, জাস্ট একটুর জন্য!
রিঙ্কুর অতিমানবীয় ইনিংস দেখলাম প্রথমে, তারপর ধাওয়ানের মাস্টারক্লাস! হোয়াট আ সানডে ম্যান! 😌❤️

10/04/2023

ওয়েলকাম ব্যাক ময়ঙ্ক মারকান্ডে - 4-0-15-4 ❤️
ওয়েল প্লেয়ড রাহুল ত্রিপাঠি - 74(48)* ❤️
অবশেষে জয়ের পথে ফিরল সানরাইজার্স হায়দরাবাদ। কাব্য মারানের হাসিমুখ এবার অন্তত দেখা যাবে! 😌

10/04/2023

রিঙ্কুকে নিয়ে যে দু'টো পোস্ট দেখতে পাচ্ছেন, দু'টোই আমি করেছি। আগের বছর আইপিএল নিলামের সময় যখন রিঙ্কুকে কলকাতা নিয়েছিল, তখন প্রথম পোস্টটা করেছিলাম। এবং দ্বিতীয়টা আজ ম্যাচ শেষ হওয়ার পর করেছি।

সত্যি কথা বলতে, একটা সময় 'রিঙ্কু সিং' নামটাই যেন একরকম 'জোক' ছিল সকলের কাছে! কেকেআর সমর্থকরাও তাকে নিয়ে খিল্লি করতেন! কারণ, ম্যাচের পর ম্যাচ ধরে তাকে স্কোয়াডে রেখে দেওয়া সত্ত্বেও প্লেয়িং ইলেভেনে খেলানো হত না!

তারপর ধীরে ধীরে রিঙ্কু ব্যাট হাতে তার জাদু দেখাতে শুরু করলেন। আমরা তার লাইফ স্ট্রাগল, তার সাকসেস স্টোরি শুনলাম। কলকাতা নাইট রাইডার্সের প্রতি তার অবিরাম ভালোবাসার সাক্ষী হলাম। তার অবিস্মরণীয় ম্যাচ জেতানো ইনিংসও প্রত্যক্ষদর্শন করলাম। যে রিঙ্কুকে নিয়ে একসময় সবাই ট্রোল করতে ব্যস্ত থাকত, সেই রিঙ্কুর প্রশংসাতেই আজ সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে! বিশ্বের প্রায় সমস্ত ক্রিকেটভক্তের কাছেই আজ 'রিঙ্কু সিং' নামটা 'ম্যাজিক'-এর মতো।

প্রথম পোস্টটা আমি আজও ডিলিট করিনি। কোনওদিন করবও না। আমি চাই, আমার ফেসবুক মেমোরিতে এই পোস্ট বারবার ফিরে আসুক। এবং আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক - আমি সেদিন ভুল ছিলাম! আমি সেদিন রিঙ্কুর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম! এবং রিঙ্কু ব্যাট হাতেই জবাব দিয়ে আমার মতো লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীকে ভুল প্রমাণিত করেছেন।

সাবাশ রিঙ্কু, সাবাশ! ❤️

09/04/2023

দ্য গ্রেটেস্ট ফিনিশ ইন ক্রিকেট হিস্ট্রি! 🔥
বুকে আসো রিঙ্কু সিং, জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিতে চাই ❤️

09/04/2023

সালাম ভেঙ্কি! হোয়াট অ্যান ইনিংস, হোয়াট আ কামব্যাক! ম্যাচটা ফিনিশ করে আসতে পারলে আরও ভাল হত!
যাই হোক, ভেরি ওয়েল প্লেয়ড ❤️❤️‍🩹

09/04/2023

রাশিদ খান! হ্যাট্রিক! রাসেল আউট! নারিন আউট! শার্দুল আউট! 🫡
হোয়াট আ বোলার, হোয়াট আ বোলার! একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিলেন পুরো! অসাধারণ! ক্যাপ্টেন হো তো অ্যায়সা ❤️🔥

09/04/2023

শেষ ওভারে দরকার ২৯ রান
রিঙ্কু সিং- ০,৬,৬,৬,৬,৬🔥
সত্যিই অবিশ্বাস্য ফিনিশিং❤️
Cricket Memories

05/04/2023

কলকাতা নাইট রাইডার্সের অষ্টম বিদেশি জেসন রয়। ওয়েলকাম জেসন 💜💛

05/04/2023

অক্ষর প্যাটেল একজন ব্যাটার হিসেবে যেভাবে উন্নতি করে চলেছেন, জাস্ট অসাধারণ! ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তিনি এখন একজন অপরিহার্য ক্রিকেটার ❤️

ভারতীয় ম্যানেজমেন্ট কয়েকটা জিনিসের উপর আলোকপাত করতে পারে -

🔴 WTC ফাইনালে শ্রেয়স খেলতে পারবেন না। সুতরাং একটা জায়গা খালি হচ্ছে। ঋষভ পন্থও না থাকায় দলে বাঁ-হাতি বলতে জাদেজা, অক্ষর এবং ইশান কিষাণ। WTC ফাইনালে ইশানের ডেবিউ সম্ভবত হবে না। সেক্ষেত্রে রাহুল/ভরতের মধ্যে একজন কিপার থাকার পরও কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে একটা জায়গা খালি থাকছে।

1. রোহিত
2. গিল
3. পুজারা
4. কোহলি
5.
6. রাহুল/ভরত
7. জাদেজা

সেক্ষেত্রে জাদেজাকে 5 নম্বরে পাঠিয়ে অক্ষরকে 7 নম্বরে একজন প্রপার ব্যাটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এতে বাঁ-হাতি ব্যাটারের সমস্যার সমাধানও হবে এবং ইংল্যান্ডের পিচে সুবিধামতো চারজন পেসারও খেলাতে পারবে ভারত।

🔴 ভারতের পরবর্তী ODI সিরিজ সম্ভবত জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তারপর এশিয়া কাপও রয়েছে। তার মধ্যে যদি শ্রেয়স চোটমুক্ত হয়ে যান, তাহলে তো ঠিকই আছে। কিন্তু যদি না হন, তাহলে মিডল অর্ডারে পাঁচ/ছয় নম্বরে অক্ষরকে প্রপার ব্যাটার হিসেবে পাঠানো যেতে পারে। ঠিক যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ODI তে তাকে পাঠানো হয়েছিল। তবে সেটা যেন ফিক্সড হয় এবং তাকে সেভাবেই প্রস্তুত করানো হয় উপরে ব্যাটিং করার জন্য। হঠাৎই পাঁচ নম্বরে পাঠিয়ে দিলে যে কেউ ব্যর্থ হবেন!

সুতরাং, পন্থের অনুপস্থিতিতে তিন ফর্ম্যাটেই 'প্রপার বাঁ-হাতি ব্যাটার'-এর কাজটা অক্ষর কিন্তু বেশ ভালমতোই পালন করতে পারবেন। হোপ ফর দ্য বেস্ট 😄❤️

05/04/2023

সাই সুদর্শন - 62(48)* ❤️

গিল, ঋদ্ধিমান, হার্দিক আউট হয়ে যাওয়ার পরও যেভাবে ম্যাচুরিটি দেখালেন সুদর্শন, যেভাবে ভয়ংকর হয়ে ওঠা নর্কিয়াকে সামলে দুর্দান্ত একটা হাফসেঞ্চুরি করলেন, জাস্ট ফাটাফাটি। তার বয়স মাত্র একুশ বছর! ভেরি ওয়েল প্লেয়ড ম্যান 👏

একটা জিনিস ভাবুন শুধু, এরপরও গুজরাতের ব্যাটিং লাইন-আপে রাহুল তেওয়াটিয়া ও রাশিদ খান ছিলেন! এবারেও এই টিমটা আইপিএল জেতার ক্ষমতা রাখে। দারুণ একটা ব্যালান্সড টিম 🔥

05/04/2023

অভিষেক পোড়েল - 20(11) 🏏
জীবনের প্রথম আইপিএল ম্যাচে দুই ছক্কা সহযোগে 11 বলে 20 রানের ইনিংস খেলেছেন বাংলার অভিষেক। এটুকুই বলব, 'দিল ছোটা মত কর অভিষেক, ওয়ার্ল্ড কা নাম্বার ওয়ান টি-টোয়েন্টি বোলার রাশিদ খান সে আউট হুয়া হ্যায় তু!'
ওয়েল প্লেয়ড ম্যান, পরের ম্যাচে আরও ভাল হবে 😄❤️

04/04/2023

এবারের আইপিএলে তাহলে থাকছেন না সাকিব আল হাসান? ❌

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে টেস্ট ম্যাচের দলে রেখেছে অধিনায়ক হিসেবে। সুতরাং কলকাতার দ্বিতীয় ম্যাচের স্কোয়াডেও তিনি থাকছেন না। এরপর মে মাসে আবার সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ। সেখানেও সম্ভবত তিনি খেলবেন। যদিও বাংলাদেশ বোর্ডের তরফ থেকে পরিষ্কার করে কিছুই জানানো হয় না প্লেয়ারদের অ্যাভেলেবেলিটি নিয়ে! ধরে নেওয়া যায়, কলকাতার অর্ধেক ম্যাচেই সাকিব থাকবেন না স্কোয়াডে। এমতবস্থায় কলকাতার ম্যানেজমেন্ট থেকে সাকিবকেই জিজ্ঞাসা করা হয়, তারা কি তার পরিবর্তে অন্য কাউকে নিতে পারে? যদি তা-ই হয়, তাহলে সাকিবের এই মরশুমে খেলার সম্ভাবনা আর নেই! এবং সূত্র অনুযায়ী, সাকিব তাতে সম্মতি জানিয়েছেন। অর্থাৎ, এই মরশুমে আইপিএলে দেখা যাবে না সাকিব আল হাসানকে!

তবে লিটনের ক্ষেত্রে এমন কোনও খবর শোনা যায়নি আপাতত! ধরে নেওয়া যাক, তিনি এখনও ওপেনার হিসেবে কলকাতার প্ল্যানিংয়ে রয়েছেন। তবে, বাংলাদেশে বোর্ডের এই ঝুলিয়ে রাখার স্বভাবের জন্য কিন্তু প্লেয়ারদেরই ক্ষতি হচ্ছে! ভবিষ্যতে আর কোনও বাংলাদেশি ক্রিকেটারকে কিন্তু আইপিএল দলগুলো কিনতে চাইবে না! 🇧🇩

যাই হোক, সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে পারফেক্ট কে? স্টিভ স্মিথকে আনা যেতে পারে? নাকি অন্য কেউ? 🤔

04/04/2023

জাস্ট তিনটে বল! জাস্ট তিনটে বল খেললেন! তার মধ্যেই কেঁপে উঠল গোটা স্টেডিয়াম! আগের ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মার্ক উডকে প্রথম দুই বলে দু'টো ছক্কা মারলেন বিয়াল্লিশের ওই বুড়োটা!
দর্শকদের ক্যামেরার ফ্ল্যাশলাইটে উদযাপিত হল সেই অপরূপ মাহেন্দ্রক্ষণ ❤️

04/04/2023

প্রথম ম্যাচে - 73(38), দ্বিতীয় ম্যাচে - 53(22) 🔥
গেইল-পোলার্ডদের অবর্তমানে নতুন এক ক্যারিবিয়ান ঝড় দেখতে বেশ লাগছে কিন্তু। ওয়েল প্লেয়ড কাইল মেয়ার্স ❤️

04/04/2023

ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি! ওয়েল প্লেয়ড ঋতুরাজ গায়কোয়াড় 💛

Want your business to be the top-listed Gym/sports Facility in Delhi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Delhi
110049

Other Sports Teams in Delhi (show all)
M.S.Dhoni M.S.Dhoni
Delhi
Delhi

Cricket lover

Azhar Ali Gorwal Azhar Ali Gorwal
New Delhi
Delhi, 121001

Video Editer

Fitkill Fitkill
Delhi
Delhi, 110096

Fitkill online gym for focus on your health. You can get the best diet plan and workout plan for and

cricket ka Safar cricket ka Safar
Shaheen Bagh
Delhi, 110025

hello दोस्तो हमारी कोशिश है के क्रिकेट की हर खबर हम आप तक पहुंचाएं

Cricket Performance Point Gurgaon Cricket Performance Point Gurgaon
CRICKET PERFORMANCE POINT, Dhanawas, Gurugram
Delhi, 122505

cricketperformancepoint.com

DREAM 11 expert gamer by Nitin Kumar call me 7857811870 DREAM 11 expert gamer by Nitin Kumar call me 7857811870
Delhi, 110001

dream 11 expert gamer Nitin Kumar expert gamer

Virat Kohli Virat Kohli
Dilli
Delhi, 441502

Cricket Fever Cricket Fever
Delhi
Delhi

Here, You will get the Cricket Update and Match Highlights Videos.